Friday, May 4, 2018

IPL -এর পাঁচ ফোড়ন

IPL -এর পাঁচ ফোড়ন।

(১) একজন জিজ্ঞেস করলেন কত হলো?
উত্তরে বলি ৩৬। উনি প্রতিউত্তরে বলেন সেই তো ৫০ দেখে এসেছে। তখন বলি মাফ করবেন, আমি আমার বয়সটা বলে দিয়েছি। আসলে উনি জানতে চেয়েছিলেন IPL ক্রিকেটের স্কোর কত?

(২) একজন বললেন, কে জিতবে?  আমি বললাম- দিদি সরকারে আছে। চারিদিকে উন্নয়ন, কাজেই পঞ্চায়েত দিদি সরকারই জিতবে। উনি বললেন - ভোট নয়, IPL ম্যাচটা কে জিততে পারে। আসলে মানুষের মতামতটা জেনে নিয়ে সে বেটিং ধরবে।

(৩) এমনি এক দাদা জানতে চাইলেন আজ কত রেট চলছে? বললাম, আজ শেয়ার মার্কেট রেট খুব খারাপ দাদা। দেশের যা অবস্থা,  ৪০০ পয়েন্ট পড়ে গেছে। উনি বিরক্ত হয়ে বললেন আরে ভাই শেয়ার মার্কেট  নয়। সে IPL বেটিং -এর রেট কত জানতে চাইছিলেন।

(৪) সকালে চায়ের দোকানে বসে আছি। একজন জিজ্ঞেস করলেন - গতরাতের কে জিতেছে? আমি সলজ্জিত হয়ে বললাম, কি আর বলবো দাদা, রাতের ঝগড়াতে আমার বউ ই জিতেছে। কারণ, বউ কথায়, কথায় পুলিয়ে বধূ নির্যাতনের কেশ করবে বলে ভয় দেখাচ্ছিল। উনি বললেন - "আমি IPL ম্যাচের কথা জানতে চাইছিলাম"।

(৫) এরপর ও যদি কেউ আমাকে IPL এর খবর জিজ্ঞেস করেন তবে বলি, দাদা আমি IPL এ নেই, আমি BPL তালিকাভুক্ত লোক।

No comments:

Post a Comment